আপনার ডিএসএলআর ক্যামেরা আসল নাকি নকল জেনে নিন | পর্ব - ১
আপনার ডিএসএলআর যে নকল নয় সেটা আপনি কত পারসেন্ট সিউর
? আপনি আমাকে বলতে পারেন,
বৈধ ডিলার এবং শোরুম থেকে আপনি কিনেছেন । আপনার কাছে অরিজিনাল ওয়ারেন্টি পেপারস রয়েছে ।
ব্লা ব্লা ব্লা – তারপরও যদি প্রশ্ন ছুড়ে দেয়া হয়, এটা যে, নকল নয় সেটার জন্য আপনি বাজি ধরতে পারবেন ?
তখন হয়ত ঘাবড়ে যেতে পারেন । ঘাবড়ে না গেলে আপনি রোবট ।
৩. প্যাকেজিং বক্সের একদিকে রিটেইল লেবেল থাকে । সেখানে ব্র্যান্ড
লোগো, মডেল নাম্বার, সিরিয়াল
নাম্বার, বারকোড, উৎপাদন সম্পর্কিত ইনফো, কোথায় তৈরি হয়েছে লেখা থাকবে ।
এছাড়া, নিশ্চিত হয়ে নিন, প্যাকেজিং সিরিয়াল নাম্বার এবং ক্যামেরার ম্যানুয়ালের
সাথে দেয়া সিরিয়াল নাম্বার, এবং ক্যামেরা বডিতে দেয়া সিরিয়াল নাম্বার একই রয়েছে
কিনা । যদি না মেলে তাহলে দোকান থেকে বেরিয়ে যান । দোকানদারের সাথে তর্কের
দরকার নেই ।
৪. ক্যামেরার সাথে যে ম্যানুয়াল রয়েছে সেটার প্রিন্ট কেমন ? যদি ঝকঝকে না হয়
তাহলে এখানে ঝামেলা রয়েছে ।
৫. ওয়ারেন্টি পেপারে ২টা দিক ভালোমত পরিক্ষা করে নিবেন । ওয়ারেন্ট পিরিয়ড কতদিনের রয়েছে এবং
এর সিরিয়াল নাম্বার মিল রয়েছে কি না । যদি দেখেন ভুল বানান রয়েছে সেটা বদলে নিন । নিকন, কেনন,
পেনট্যাক্স, কোডাক, সনি, যার কথাই বলুন না কেন, ভুল বানানের ব্যাপারে এরা শতাধিক সতর্ক । বানান ভুল
হলে পাল্টে নিন । এবং চাইলে দোকানের নাম, মার্কেট, মডেল এবং কিছু ছবি সহকারে সংশ্লিষ্ট ক্যামেরার
অফিসিয়াল ইমেলে পাঠিয়ে দিতে পারেন। এরা টাইট ব্যবস্থা নিয়ে থাকে এবং পুরস্কার দেয় ।
৯. আপনি যদি অনলাইন থেকে ক্যামেরা কিনতে চান তাহলে YouVerify App দিয়ে
অনুমোদিত ডিলার থেকে কিনছেন কিনা চেক করে নিতে পারেন । ইউভেরিফাই অ্যাপস এর ব্যবহার নিয়ে
ইউটিউবে ভিডিও রয়েছে দেখে নিতে পারেন ।
ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আমাদের এই পোস্ট । পরের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা ডিপিআই টেস্ট করবেন । তবে আপনি যদি পোস্টের জন্য অপেক্ষা করতে না চান তাহলে আমাদের ইউটিউব ভিডিও থেকে বাকিটা এখুনি দেখে নিতে পারবেন ।
Full Video:
বৈধ ডিলার এবং শোরুম থেকে আপনি কিনেছেন । আপনার কাছে অরিজিনাল ওয়ারেন্টি পেপারস রয়েছে ।
ব্লা ব্লা ব্লা – তারপরও যদি প্রশ্ন ছুড়ে দেয়া হয়, এটা যে, নকল নয় সেটার জন্য আপনি বাজি ধরতে পারবেন ?
তখন হয়ত ঘাবড়ে যেতে পারেন । ঘাবড়ে না গেলে আপনি রোবট ।
''''খেলার মাঠে নামার আগে প্লেয়ায়দের ডোপ টেস্ট করা হয় । কেননা, সে শারীরিকভাবে ফিট
কিনা জানার
জন্য কিংবা কোন ড্রাগস নিয়ে খেলতে নামছে কি না টেস্ট করার জন্য । তেমনিভাবে
ক্যামেরাটা পুরোপুরি
ফিট কিনা তা জানতে আমাদের DPI টেস্ট করতে হবে । না, আমি ডিপিআই
মানে ঢাকা পলিটেকনিক
ইন্সটিটিউট থেকে পাশ করেছি বলে সেখান থেকে ক্যামেরা টেস্ট করতে
বলছি না এটা টেস্ট করা হয়ে গেলে
আপনি বুঝতে
পারবেন আপনার ক্যামেরা অরিজিনাল কি না । এই
টেস্ট করা হয়ে গেলে আমরা আরও কিছু
টেস্ট করে নেবো । বাকি পরিক্ষাগুলোও যদি আপনার ক্যামেরা
পাস করে যায় তাহলেই আপনার ক্যামেরা
কিনে আনা সার্থক । তাহলে চলুন আর বকবক না করি ।'''''
এক নাম্বারে থাকছে ডিপিআই টেস্ট । যা আমরা পোস্টের একদম নিচে দেখবো । তাই এখন দুই নাম্বার পার্ট
থেকে ক্যামেরা চেক
করতে থাকব । কমপক্ষে ৯ টা ধাপ চেক করে ডিএসএলআর কিনবেন ।
২. ক্যামেরার প্যাকেজিং বক্সটি হাতে নিন । চারপাশে দেখুন ক্যামেরার মডেল নাম্বার
এবং ব্র্যান্ড নেইম রয়েছে কি না । সাইডগুলো ভিন্ন রঙ হতে পারে কিন্তু মডেল এবং
ব্র্যান্ড নেইম অবশ্যই থাকবে যদি সেটা অরিজিনাল প্যাকেজিং বক্স হয় ।
নাম্বার, বারকোড, উৎপাদন সম্পর্কিত ইনফো, কোথায় তৈরি হয়েছে লেখা থাকবে ।
এছাড়া, নিশ্চিত হয়ে নিন, প্যাকেজিং সিরিয়াল নাম্বার এবং ক্যামেরার ম্যানুয়ালের
সাথে দেয়া সিরিয়াল নাম্বার, এবং ক্যামেরা বডিতে দেয়া সিরিয়াল নাম্বার একই রয়েছে
কিনা । যদি না মেলে তাহলে দোকান থেকে বেরিয়ে যান । দোকানদারের সাথে তর্কের
দরকার নেই ।
৪. ক্যামেরার সাথে যে ম্যানুয়াল রয়েছে সেটার প্রিন্ট কেমন ? যদি ঝকঝকে না হয়
তাহলে এখানে ঝামেলা রয়েছে ।
৫. ওয়ারেন্টি পেপারে ২টা দিক ভালোমত পরিক্ষা করে নিবেন । ওয়ারেন্ট পিরিয়ড কতদিনের রয়েছে এবং
এর সিরিয়াল নাম্বার মিল রয়েছে কি না । যদি দেখেন ভুল বানান রয়েছে সেটা বদলে নিন । নিকন, কেনন,
পেনট্যাক্স, কোডাক, সনি, যার কথাই বলুন না কেন, ভুল বানানের ব্যাপারে এরা শতাধিক সতর্ক । বানান ভুল
হলে পাল্টে নিন । এবং চাইলে দোকানের নাম, মার্কেট, মডেল এবং কিছু ছবি সহকারে সংশ্লিষ্ট ক্যামেরার
অফিসিয়াল ইমেলে পাঠিয়ে দিতে পারেন। এরা টাইট ব্যবস্থা নিয়ে থাকে এবং পুরস্কার দেয় ।
৬. ক্যামেরার বডিতে খেয়াল করুন মডেল নাম্বার রয়েছে । একদম নিচের সাইডে দেখুন, প্যাকেজিং ডিটেইলস এর সাথে মূল প্যাকেজিং বক্সের ডিটেইলস এর মিল রয়েছে কি না । এখানে মডেল নাম্বার,
উৎপাদনকারী দেশের নাম ও অন্যান্য কিছু ইনফো
থাকবে ।
৭. ক্যামেরার বটম সাইডেই দেখুন, সিরিয়াল নাম্বার রয়েছে ।
মডেল এর নিচে কিংবা
পাশে এটা থাকে । নিকনে ৬ কিংবা ৭ ডিজিট থাকে । কেননে থাকে
প্রায় ১২ ডিজিট ।
অন্যগুলোও এরকম হয়ে থাকে । তবে ক্যামেরার সিরিয়ালে এলফাবেট থাকতে
পারে। সেটা শুরুতে থাকে প্রায়
ক্ষেত্রেই ।
৮. ক্যামেরার লেন্সের সাথে কিংবা বডির সাথে আলাদা ক্যাপ
লাগানো থাকে । চেক
করুন ক্যাপের সাথে সিল করা ব্র্যান্ড নেইম লোগো দেয়া রয়েছে কিনা
। যদি না থাকে
ক্যামেরা ভেজাল । এছাড়া, পরিক্ষা করুন, ক্যামেরার সাথে যেই স্ক্র
রয়েছে সেগুলো
ঠিকমত লাগানো রয়েছে কিনা । এছাড়া
দেখুন, ক্যামেরার স্ক্রিনের চারপাশ একদম
মসৃণ কিনা ।
৯. আপনি যদি অনলাইন থেকে ক্যামেরা কিনতে চান তাহলে YouVerify App দিয়ে
অনুমোদিত ডিলার থেকে কিনছেন কিনা চেক করে নিতে পারেন । ইউভেরিফাই অ্যাপস এর ব্যবহার নিয়ে
ইউটিউবে ভিডিও রয়েছে দেখে নিতে পারেন ।
ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে আমাদের এই পোস্ট । পরের পর্বে আমি দেখাবো কিভাবে আপনারা ডিপিআই টেস্ট করবেন । তবে আপনি যদি পোস্টের জন্য অপেক্ষা করতে না চান তাহলে আমাদের ইউটিউব ভিডিও থেকে বাকিটা এখুনি দেখে নিতে পারবেন ।
Full Video:
ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ক্যামেরা সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন । এখানে ক্লিক করুন -
https://lnkmeup.com/6s9Q
উত্তরমুছুনhttps://lnkmeup.com/6s9Q
উত্তরমুছুন