ডিএসএলআর ক্যামেরার সাটার কিংবা ক্লিক শেষ হয়ে গেলে কি করবেন ?
যারা ডিএসএলআর ব্যবহার করেন তাদের একটা কমন সমস্যা যে, শাটার শেষ হয়ে গেলে ক্যামেরার কি হবে ?
আসলে এটা তেমন কোন সিরিয়াস সমস্যা নয় । মনে রাখবেন, গাড়ির যেমন মাইলেজ থাকে এবং তেমনি ক্যামেরার শাটার থাকে । গাড়ি কোম্পানিগুলো মাইলেজ দিয়ে বুঝিয়ে দেয় যে, এই গাড়িটা কত মাইল চলার পরে এর পার্টসগুলো নষ্ট হতে থাকবে কিংবা দুর্বল হয়ে যাবে । তেমনি একইভাবে ক্যামেরার শাটার কিংবা ক্লিকও একই নিয়ম মেনেই তৈরি হয়।
সাধারণ মানের একটা ক্যামেরার শাটার থাকে ৫০-৬০ হাজার এবং মাঝারি থেকে উচ্চমানের ক্যামেরার শাটার থাকে দেড় থেকে দুই লাখ পর্যন্ত । আপনার ক্যামেরায় যদি নিয়মিত অনেক ছবি তোলা হয় তাহলে একটা সময় পরে শাটার শেষ হয়ে গেলেও আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই । অনেকে মনে করেন যে, শাটার শেষ হয়ে গেলেই ক্যামেরা অচল হয়ে যাবে । আসলে এর কোন ভিত্তি নেই এবং আপনি আগের মতই নির্বিঘ্নে ছবি তুলতে পারবেন । তবে আপনার ক্যামেরার পার্টসগুলো দুর্বল হতে থাকবে শুধুমাত্র এবং একটা সময় সার্ভিসিং জরুরি হয়ে যাবে ।
তবে ভাল ক্যামেরাগুলোর শাটার খুব একটা সমস্যা করে না । শুধুমাত্র শাটার স্প্রিং এ সমস্যা হয়ে থাকে । যা অল্প খরচেই আপনি মিটিয়ে নিতে পারবেন ।
ক্যামেরা সম্পর্কিত আরও তথ্য পেতে ভিজিট করুন - Click Here
আসলে এটা তেমন কোন সিরিয়াস সমস্যা নয় । মনে রাখবেন, গাড়ির যেমন মাইলেজ থাকে এবং তেমনি ক্যামেরার শাটার থাকে । গাড়ি কোম্পানিগুলো মাইলেজ দিয়ে বুঝিয়ে দেয় যে, এই গাড়িটা কত মাইল চলার পরে এর পার্টসগুলো নষ্ট হতে থাকবে কিংবা দুর্বল হয়ে যাবে । তেমনি একইভাবে ক্যামেরার শাটার কিংবা ক্লিকও একই নিয়ম মেনেই তৈরি হয়।
সাধারণ মানের একটা ক্যামেরার শাটার থাকে ৫০-৬০ হাজার এবং মাঝারি থেকে উচ্চমানের ক্যামেরার শাটার থাকে দেড় থেকে দুই লাখ পর্যন্ত । আপনার ক্যামেরায় যদি নিয়মিত অনেক ছবি তোলা হয় তাহলে একটা সময় পরে শাটার শেষ হয়ে গেলেও আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন কোন সমস্যা ছাড়াই । অনেকে মনে করেন যে, শাটার শেষ হয়ে গেলেই ক্যামেরা অচল হয়ে যাবে । আসলে এর কোন ভিত্তি নেই এবং আপনি আগের মতই নির্বিঘ্নে ছবি তুলতে পারবেন । তবে আপনার ক্যামেরার পার্টসগুলো দুর্বল হতে থাকবে শুধুমাত্র এবং একটা সময় সার্ভিসিং জরুরি হয়ে যাবে ।
তবে ভাল ক্যামেরাগুলোর শাটার খুব একটা সমস্যা করে না । শুধুমাত্র শাটার স্প্রিং এ সমস্যা হয়ে থাকে । যা অল্প খরচেই আপনি মিটিয়ে নিতে পারবেন ।
ক্যামেরা সম্পর্কিত আরও তথ্য পেতে ভিজিট করুন - Click Here
I want to talk you about android apps. Do you help me.??
উত্তরমুছুনhttps://viral481.com/srv.html?id=5471757&pub=916458
উত্তরমুছুনhttps://viral481.com/srv.html?id=5473123&pub=916458
উত্তরমুছুন