কিভাবে স্ক্রিল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ১০০% ভেরিফাই করবেন ?
অনলাইনে যারা ফ্রিল্যান্সিং কিংবা বিভিন্ন ইনকামের সাথে জড়িত তাদের বেশিরভাগ ইউজারকেই স্ক্রিল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় । স্ক্রিলের সাহায্যে সাধারণ অর্থ লেনদেন করা হয় । এছাড়াও কিছু ওয়েবসাইট রয়েছে যারা কেবলমাত্র স্ক্রিলের মাধ্যমেই পেমেন্ট দিয়ে থাকে । এক্ষেত্রে আপনার স্ক্রিল অ্যাকাউন্ট খুবই দরকার ।
স্ক্রিল অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
প্রথমেই আপনাকে skrill.com এ ক্লিক করতে হবে । এরপর REGISTER এ ক্লিক করতে হবে ।
সাইনআপ |
এটা হচ্ছে PERSONAL ACCOUNT করার ধাপ । তবে আপনি যদি BUSINESS ACCOUNT খুলতে চান তাহলে আপনাকে BUSINESS / NEED A BUSINESS ACCOUNT ? এখানে ক্লিক করে তৈরি করতে হবে । বেশিরভাগ সময় যেহেতু PERSONAL ACCOUNT দরকার হয় তাই এখানে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম বর্ণনা করা হচ্ছে । অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয় পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট লাগবে ।
এবার আপনি চাইলে TWO FACTOR AUTHENTICATION / CREATE A PIN ব্যবহার করতে পারেন । এতে করে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার হবে । পিন অবশ্যই ছয় ডিজিটের হতে হবে । এরপর SAVE করলে নিচের মত পেইজ আসবে । এটা হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট ।
- প্রথমেই OPEN A FREE ACCOUNT এ ক্লিক করতে হবে । তারপর আপনার সামনে OPEN YOUR FREE ACCOUNT নামে একটা পেইজ আসবে । সেখানে EMAIL এবং PASSWORD এর ঘরে আপনার ইমেইল এবং একটা শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে । এরপর CONFIRM PASSWORD এ পুনরায় আপনার পাসওয়ার্ড বসাতে হবে । তারপর NEXT এ ক্লিক করতে হবে।
- এবার আপনাকে ব্যক্তিগত তথ্যগুলো দেয়ার জন্য PERSONAL DETAILS সম্বলিত একটা পেইজ আসবে । এখানে FIRST NAME, SURNAME (LAST NAME), DATE OF BIRTH এসব দিতে হবে । খেয়াল রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা অন্য যেকোনো সিকিউরিটি পেপারসে যেভাবে আপনার তথ্য দেয়া হয়েছে সেভাবে সবকিছু দিতে হবে ।
- এরপরের ধাপে আপনার COUNTRY & WALLET CURRENCY সেট করতে হবে । I live in বক্স থেকে BANGLADESH এবং I use অংশে USD (US DOLLAR) মার্ক করা থাকবে । যদি সেটা মার্ক করা না থাকে তাহলে USD সিলেক্ট করে দিন । \
- এটা হচ্ছে ADDRESS BOX . এখানে আপনার যাবতীয় ঠিকানাগুলো নির্ভুলভাবে বসাতে হবে । আপনার Address 1, Address 2, Postal Code (Zip code), এগুলো বসিয়ে NEXT দিতে হবে ।
- এবার শেষ ধাপে আপনার MOBILE NUMBER দিতে হবে । তারপর I am not a robot এ ক্যাপচা পূরণ করে দিতে হবে । এরপর আপনার ইমেইলে একটা VERIFICATION MAIL চলে যাবে । সেই মেইল থেকে ভেরিফাই করতে দিতে হবে । এতে করে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে । এরপর আপনার সামনে লগিন করার জন্য Email & Password এর বক্স চলে আসবে । এখান থেকে আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করলে নিচের মত একটা পেইজ আসবে ।
অ্যাকাউন্ট নিরাপত্তা |
এবার আপনি চাইলে TWO FACTOR AUTHENTICATION / CREATE A PIN ব্যবহার করতে পারেন । এতে করে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার হবে । পিন অবশ্যই ছয় ডিজিটের হতে হবে । এরপর SAVE করলে নিচের মত পেইজ আসবে । এটা হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট ।
মূল অ্যাকাউন্ট |
স্ক্রিল অ্যাকাউন্ট ভেরিফাই করার নিয়ম
আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আপনি আর্থিক লেনদেন শুরু করতে পারবেন । তবে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ট্রানজেকশন করতে পারবেন না, যদি না অ্যাকাউন্ট ভেরিফাই করেন । অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার অ্যাকাউন্টে যেকোনো অ্যাকাউন্ট কিংবা কোন ফ্রিল্যান্সিং সাইট থেকে অন্তত $0.01 ডলার নিতে হবে । অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট থাকতে হবে । চলুন এবার স্ক্রিল ভেরিফাই করা যাক -
আপনার অ্যাকাউন্টে $0.01 ডলার আসার পরে SETTINGS অপশনে ক্লিক করলে VERIFYING YOUR ACCOUNT এর লেখা আসবে । এবার VERIFYING YOUR ACCOUNT এ ক্লিক করুন । এবার অন্য একটা পেইজ আসবে । সেখানে নিচে স্ক্রল করে VERIFYING YOUR ACCOUNT দেখতে পাবেন ।
ভেরিফাই অপশন |
এখন VERIFY MY ACCOUNT এ ক্লিক করলে VERIFY YOUR DETAILS আসবে । সেখান থেকে VERIFY YOUR ID তে ক্লিক করলে আরেকটা ট্যাব আসবে । সেখান থেকে ওয়েব ক্যামেরার মাধ্যমে আপনাকে ভেরিফাই করতে হবে । যদি আপনার ওয়েব ক্যাম না থাকে তাহলে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ভেরিফাই করতে হবে ।
এখন VERIFY NOW তে ক্লিক করলে নিচের মত বক্স আসবে ।
ভেরিফাই টাইপ |
উপরে দেখুন Passport, Identity card, Driver's license নামে ৩ টা অপশন রয়েছে । এখান থেকে আপনার পছন্দমত অপশন দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন ।
আমার যতটুকু ধারণা, বেশিরভাগ মানুষই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চাইবে । এতে করে আপনাকে IDENTITY CARD লেখায় ক্লিক করতে হবে । এরপর যদি আপনার ওয়েব ক্যাম থাকে তাহলে সরাসরি সেটা ওপেন হয়ে যাবে । তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের সামনের দিকটা হাতে ধরে TAKE SNAPSHOT ক্লিক করলে সামনের দিকের ছবি উঠে যাবে । এভাবে কার্ডের পেছনের দিকের ছবিও তুলতে হবে । এটা হয়ে গেলেই আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে । এবার VERIFY ACCOUNT OWNERSHIP স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে রিভিউ হবে । সবশেষে আপনার ইলেক্ট্রিসিটি বিলের কপি স্ক্যান কিংবা ছবি তুলে VERIFY YOUR LOCATION এ সাবমিট করতে হবে।
এরপর ৩ - ৫ দিনের ভেতর আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে । ভেরিফাই হয়ে গেলে আপনি যখন SETTINGS অপশনে ক্লিক করবেন তখন দেখাবে ' YOUR IDENTITY HAS BEEN VERIFIED'.
অ্যাকাউন্ট ভেরিফাইড |
উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হয়ে গেছে । সবুজ রঙের ভেতর খেয়াল করুন লেখা রয়েছে যে, NO LIMIT. তার নামে আমাদের অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে এবং যেকোনো পরিমাণ অর্থ এখন লেনদেন করা যাবে নিশ্চিন্তে ।
আপনারা যদি উপরের নিয়ম পুরোপুরি অনুসরণ করেন তাহলে স্ক্রিল অ্যাকাউন্ট তৈরি করা কিংবা ভেরিফাই করা কোন ব্যাপারই না । মনে রাখবেন ওয়েবসাইটগুলো আপডেট হতেই থাকে । যে কারণে
রেজিস্টার করার অপশনগুলো আগে পরে হতে পারে । এটা কোন ব্যাপার নাহ । আপনি যখন পুরো লেখাটা পড়ে নিবেন তখন আপনার জন্য এটা সহজ হয়ে যাবে । আপনি যদি পুরোপুরিভাবে স্ক্রিল অ্যাকাউন্ট তৈরি এবং ভেরিফাই করেন তাহলে আপনার অন্য বন্ধুদের সাথে লেখাটা শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ ।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন - SUBSCRIBE NOW
Vaiya Account open korar kono option e asche na
উত্তরমুছুনVillageo ki zip code ase...
উত্তরমুছুনpostal code ache
মুছুনMehadiBhai a/c open korar somoy kono kichu option dicchhe na.
উত্তরমুছুনVie current Bill ke nejar namea lakba ar current bill jody na thaka
উত্তরমুছুনAmr toh national id card nai.....akhn ki vabe krbo
উত্তরমুছুনHelpful....thanks.
উত্তরমুছুনnid passport driving license na thakle ki korbo?
উত্তরমুছুনbill tho bangla vai hobe ki
উত্তরমুছুনTnxs you
উত্তরমুছুন