ক্যামতেসিয়া সফটওয়্যার ক্র্যাক করুন এবং লাইফটাইম ব্যবহার করুন । ক্র্যাক ফাইলসহ ! ১০০% কার্যকরী | Online Help 360
Camtasia Logo |
ভিডিও এডিটিং এর জন্য অনেকেই বিভিন্ন ধরণের ক্র্যাক ফাইল ব্যবহার করেন যেন ভিডিওতে কোন ধরণের কোম্পানির জলছাপ না আসে । কারণ, এই জলছাপের কারণে ভিডিওটা এর মাধুর্য হারায় এবং দেখতেও খুব একটা ভালো লাগে না । আজকে আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যামতেসিয়ার দুইরকম ক্র্যাক ফাইল । এতে করে আপনার পছন্দমতভাবে ক্র্যাক করে নিতে পারেন । তাছাড়া, একটা নিয়মে যদি কাজ না করে তাহলে অন্যটা ১০০% করবে ইনশাল্লাহ ।
আপনার ক্যামতেসিয়া সফটওয়্যার ক্র্যাক করতে চাইলে প্রথমেই এখান থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিন । কিংবা আপনার যদি ক্যামতেসিয়া ৯ ভার্সন ডাউনলোড করা থাকে যেকোনো মাধ্যম থেকে তাহলেও হবে ।
- প্রথমেই ক্যামতেসিয়া ৯ সফটওয়্যার ইন্সটল করে নিন । ইন্সটল করা হয়ে গেলেও সফটওয়্যার ওপেন করবেন না । এবং অবশ্যই আপনার পিসিতে থাকা এন্টিভাইরাস বন্ধ করে নিন ।
- এরপর ক্র্যাক ফাইল গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন । এখানে ৬ টা ফাইলকে জিপ আকারে দেয়া হল নিচের ডাউনলোড লিঙ্কে
৬ টা ফাইলের জিপ ফরম্যাট ডাউনলোড করে নিন । ক্লিক করুন
আপনি ডাউনলোড করে ক্র্যাক ফাইল তো পেয়ে গেলেন, কিভাবে ক্র্যাক করবেন ?
- প্রথম নিয়ম
এবার ভালোমত খেয়াল করে দেখুন আপনি মোট ছয়টা ফাইল পেয়েছেন । এরমাঝে ৩ টা জিপ ফাইল এবং ৩ টা ইমেজ ফাইল । এখান থেকে Techsmith Camtasia Studio Crack ফাইল সম্পূর্ণ আলাদা এবং ক্র্যাক করা সবচেয়ে সহজ ।
প্রথমেই বলা হয়েছে সফটওয়্যার ইন্সটল করে ওপেন করবেন না । এরপর আপনার এই ফাইল যখন পেয়ে যাবেন তারপর ফাইলটা আনজিপ করে নিন । তারপর Techsmith Camtasia Studio Crack লেখা ফাইলে একটা ক্লিক করুন । এরপর আপনার সামনে স্কিনে ভেসে উঠবে SUCCESSFULLY CRACKED! অতঃপর আপনি কম্পিউটার রিস্টার্ট দিন । কাজ শেষ !
এরপর যখন কোন ফাইল রেন্ডারিং করতে যাবেন তখন স্কিনের ডানপাশে উপরে Share > Local file ক্লিক করলে নিচের মত একটা ডায়লগ বক্স ভেসে উঠবে । সেখানে OK ক্লিক করে দিন । প্রতিবার এটা ভেসে উঠবে কাজের সময় । কিন্তু এটা কোন সমস্যা নয় বরং এটা একটা নোটিফিকেশন মাত্র । সেখানকার লেখা পড়লেই বুঝতে পারবেন ।
- দ্বিতীয় নিয়ম
এবার ভালোমত দেখুন আপনার ডাউনলোড করা ফাইলে ৩ টা ইমেজ ফাইল রয়েছে । যার প্রতিটা ফাইলে ১,২,৩ লিখে আলাদা করে দেয়া হয়েছে যেন বুঝতে পারেন কোনটার পর কোনটা করতে হবে ।
এবার আপনার কাছে আরও ২ টা জিপ ফাইল রয়েছে । যাদের নাম হচ্ছে host এবং reginfo । এবার আরেকটু সতর্কতার সাথে কাজ করতে হবে ।
এবার প্রথমেই জিপ ফাইল দুটো Extract/Unzip করে নিন ।
তারপর hosts ফাইলকে Copy করে আপনার কম্পিউটারের C Drive এর -
"C:\windows\system32\drivers\etc" ফোল্ডারে Paste করে দিন ।
তারপর Reginfo ফাইলকে Copy করে আপনার কম্পিউটারের C Drive এর -
"C:\ProgramData\Techsmith\Camtasia Studio 9'' ফোল্ডারে Paste করে দিন । তারপর Reginfo তে ক্লিক করে এর Properties এ ক্লিক করুন । তারপর Read Only তে ক্লিক করে ok/save করে দিন ।
কাজ শেষ । এবার আপনার পিসিকে একটা রিস্টার্ট দিন । এরপরও যদি দেখেন ক্র্যাক হয়নি তাহলে ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়ে একই প্রক্রিয়া অনুসরণ করুন ।
সাধারণত, প্রথম নিয়মেই ক্যামতেসিয়া ক্র্যাক হয়ে যাবে । দ্বিতীয় নিয়ম দরকার হয় না । তবুও সবগুলো ফাইল দিয়ে দিলাম । এবার আপনার সেরা নির্বিঘ্নে ক্যামতেসিয়া লাইফ টাইম ব্যবহার করুন ।
- সতর্কতাঃ
এখানে যেসব ফাইল দেয়া হয়েছে সেগুলো কাউকেই মেসেঞ্জার কিংবা গুগল ড্রাইভ দ্বারা সেন্ড করতে পারবেন না । কেননা, করতে গেলেই ভাইরাস ওয়ার্নিং দিবে এবং ফাইলগুলো ডিলিট হয়ে যাবে । এবং অবশ্যই পিসিতে কোন এন্টিভাইরাস থাকলে সেটা বন্ধ করে নিবেন ক্র্যাক করার পূর্বে । এছাড়াও পরবর্তীতে এই ফাইলগুলো ব্যবহার করতে চাইলে ফাইলগুলো জিপ করে নিন তারপর আপনার পিসির হার্ডড্রাইভে সংরক্ষণ করুন । গুগল ড্রাইভে রাখবেন না । তাহলে ভাইরাস ওয়ার্নিং দিয়ে ডিলিট করে দিবে । তবে ফ্রি ফাইল হোস্টিং সাইট MediaFire এ ফ্রি একটা অ্যাকাউন্ট করে আপনার দরকারি ফাইলগুলো এখানে জমা করে রেখে দিতে পারেন । এটা সেইফ ।
আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না । অনেক কিছুই চ্যানেলে শেয়ার করা সম্ভব না ইউটিউবের জটিল নিয়মের কারণে । সেগুলো এই ব্লগে শেয়ার করা হয় । তাই ব্লগ এবং চ্যানেল ফলো করুন ।
সাবস্ক্রাইব করুন - Subscribe Now - Online Help 360
সবাইকে ধন্যবাদ ।
- সতর্কতাঃ
এখানে যেসব ফাইল দেয়া হয়েছে সেগুলো কাউকেই মেসেঞ্জার কিংবা গুগল ড্রাইভ দ্বারা সেন্ড করতে পারবেন না । কেননা, করতে গেলেই ভাইরাস ওয়ার্নিং দিবে এবং ফাইলগুলো ডিলিট হয়ে যাবে । এবং অবশ্যই পিসিতে কোন এন্টিভাইরাস থাকলে সেটা বন্ধ করে নিবেন ক্র্যাক করার পূর্বে । এছাড়াও পরবর্তীতে এই ফাইলগুলো ব্যবহার করতে চাইলে ফাইলগুলো জিপ করে নিন তারপর আপনার পিসির হার্ডড্রাইভে সংরক্ষণ করুন । গুগল ড্রাইভে রাখবেন না । তাহলে ভাইরাস ওয়ার্নিং দিয়ে ডিলিট করে দিবে । তবে ফ্রি ফাইল হোস্টিং সাইট MediaFire এ ফ্রি একটা অ্যাকাউন্ট করে আপনার দরকারি ফাইলগুলো এখানে জমা করে রেখে দিতে পারেন । এটা সেইফ ।
বিঃদ্রঃ ব্লগের কোন লেখা কপি করা নিষেধ । ইন্টারনেটের কোথাও এই ব্লগের কোন লেখার কোন অংশ পাওয়া গেলে সেই ব্লগের বিরুদ্ধে সাইবার আইনানুযায়ী লিগ্যাল ব্যবস্থা নেয়া হবে ।
vai crack download er kono option e to passi na
উত্তরমুছুনhttps://arnim360.blogspot.com/
উত্তরমুছুনVery helpful. I love your all sites and channels. Anyways, keep it up. You are like a bright light from where some frustrated people get light by earning.
উত্তরমুছুন