মাত্র ৫ মিনিটে ডাবল চার্জ দিন আপনার মোবাইল !

বাইরে বের হতে গেলে প্রায় দেখা যায়, আপনার সাধের ফোনে চার্জ প্রায় নেই । তখন ফুল চার্জ দেয়ার মত অবস্থাও থাকে না । কিন্তু কিছুটা চার্জ দেয়া গেলে ভালোই হতো । তখন কি করবেন ? 
আপনি বেশ ভালোই জানেন কয়েকমিনিট চার্জ দেয়া এবং না দেয়া সমান কথা । 

Device Charging


কিন্তু আজকে বলে দিবো, কিভাবে আপনি অল্প কয়েক মিনিট চার্জ করেও ডাবল চার্জ করে নিতে পারবেন । 

প্রথমেই আপনার ডিভাইসকে এয়ারপ্লেন মোডে নিন । এতে করে আপনার ব্যাটারি লাইফ রক্ষা পায় । কারণ, আপনার মোবাইলের ডিভাইসের বেশিরভাগ কাজ রেডিও তরঙ্গের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে । এতে করে ডিভাইসের জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয় । যেমন- ওয়াইফাই এর মাধ্যমে বিভিন্ন এপসের নোটিফিকেশন দেয়া, লোকেশন চেক, মোবাইল টাওয়ারের সাথে কানেকশন, ব্লুটুথ ডিভাইসের সাথে কানেকশন ইত্যাদি । এসব কোনকিছুই সক্রিয় থাকতে পারে না যখন আপনার ফোন এয়ারপ্লেন মোডে থাকবে । যেহেতু এয়ারপ্লেন মোডে থাকার সময় আপনার ডিভাইস একটা খেলনা কিংবা ব্রিকে রূপ নেয় তখন এটা প্রচুর দ্রুত চার্জ গ্রহণ করে ।

এছাড়া, আপনার ফোনে যদি কভার দেয়া থাকে তাহলে চার্জিং  এর সময় খুলে রাখবেন । এতে ফোন অতিরিক্ত গরম হবে না এবং দ্রুত চার্জ হবে । সবগুলো কাজের সাথে যদি অরিজিনাল চার্জার ব্যবহার করেন তাহলে আরও দ্বিগুণ গতিতে চার্জ হবে আপনার ডিভাইস । 

আপনি যখন সবগুলো কৌশল অনুসরণ করে চার্জ করবেন তখন স্বাভাবিকের চেয়ে ডাবল গতিতে চার্জতো হবেই, একই সাথে আপনার ডিভাইস ১০ শতাংশ বেশি চার্জ গ্রহণ করবে । 

আপনি ভাবতে পারেন ১০ শতাংশ চার্জ! এ আর এমন কি? কিন্তু প্রয়োজনের সময় ১ শতাংশ চার্জও কত গুরুত্বপূর্ণ সেটা আপনাকে না বললেও চলে ! 


1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.