এবার বাজারে চলে আসছে এসি লাগানো টি-শার্ট !

এবার বাজারে এসেছে এসি কিংবা এয়ারকুলার ডিভাইসযুক্ত টি-শার্ট । প্রযুক্তি প্রতিষ্ঠান সনি  এর নিয়ন্ত্রিত একটা প্রতিষ্ঠান এটা বাজারে এনেছে । এতে রয়েছে 'রিয়ন পকেট' - যা ব্লুটুথ দ্বারা চলবে ।

এই ডিভাইস একবার চার্জ দিলে টানা দুই ঘণ্টা সময় লাগবে চার্জ সম্পন্ন হতে এবং মাত্র দেড় ঘণ্টা এটা চালু থাকবে । এই ডিভাইস অন্য কোন শার্টে প্রতিস্থাপন করা যাবে না । কেবলমাত্র সিলিকনের নির্মিত টি-শার্টই এই সার্ভিস আপাতত ব্যবহার করতে পারবে । এই ডিভাইস আপনাকে হাড় কাঁপানো শীতে উষ্ণতা দিবে এবং প্রচণ্ড গরমে শীতলতা দিবে ।



টি-শার্টের পেছনে ঘাড়ের কাছে এই ডিভাইস বসানো হয়েছে । বলা হয়েছে যে, একটা অ্যাপসের মাধ্যমে এই ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে । এটা আপনাকে গরমের দিনে বাইরের চেয়ে ১৩ ডিগ্রি কম তাপমাত্রা দিবে এবং শীতের দিনে ৮ ডিগ্রি তাপমাত্রা বেশি বৃদ্ধি করে নিয়ে ব্যবহার করা যাবে ।

তাহলে দেরি কেন এখুনি অনলাইন থেকে জেনে নিন এই টি-শার্ট সম্পর্কে আরও বিস্তারিত তথ্য । তবে মূল তথ্যগুলো আপনাদের সাথে এখানেই শেয়ার করা হয়েছে ।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.