ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) সফটওয়্যার এবং একটিভেশন ফাইলসহ - ১০০% কাজ করবে | Online Help 360


IDM বা Internet Download Manager, 


                                        এটা আমাদের হরহামেশা দরকার হয় । তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এটা । অনলাইনে অনেকেই এটা শেয়ার করেন এবং বলে থাকেন এইভাবে ক্র্যাক করুন, তমুকভাবে ক্র্যাক করুন । কিন্তু দিনশেষে ফলাফল একেবারেই শূন্য । 
তাহলে চলুন একেবারে কথা না বাড়িয়ে শর্টকাটে আপনাদের IDM  দিয়ে দেই । প্রথমেই ফাইলটা আগে এখান থেকে ডাউনলোড করে নিন । এরপর অন্য দশটা সাধারণ সফটওয়্যার এর মতই ইন্সটল করার প্রক্রিয়া । 




যেভাবে ক্র্যাক ফাইল পাবেনঃ 

আপনি যখনই ডাউনলোডে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম একটা উইনডো চলে আসবে । 


উপরে লেখা রয়েছে Your link is almost ready এবং নিচে দেখুন ৫ সেকেন্ড কাউন্ট হচ্ছে । সময়টা যখন জিরো হয়ে যাবে তখন আপনি স্ক্রল করে একদম  নিচের দিকে চলে আসুন । একেবারের শেষের Get Link এ ক্লিক করুন । 

লাল রঙের মার্কের ভেতর লেখা রয়েছে Get link এবং এই এখানে ক্লিক করুন । এইতো ফাইল পেয়ে গেছেন । এবার ফাইল গুলো ডাউনলোড করে নিন এখান থেকে । উপরের ধাপটা অনুসরণ করে ডাউনলোড করুন । 

এবার আপনার পছন্দমত ফাইলটা ওপেন করুন । এখানেও এটা ইন্সটল করার প্রক্রিয়া অনুসরণ করুন । ধাপগুলো কেবল নেক্সট নেক্সট দিয়ে যান । এইতো হয়ে যাবে । খুব সহজ এটা !

উল্লেখ্য যে, এখানে ৩২ বিট এবং ৬৪ বিট উভয় ভার্সন রয়েছে । এখানে দুইটা ফাইলই আপনি পেয়ে যাবেন । আপনার ইচ্ছামত ভার্সন ব্যবহার করুন । 

সতর্কতাঃ 

  • এই ভার্সন যখন ব্যবহার করবেন তখন কোনভাবেই আপনি আইডিএম আপডেট করতে পারবেন না । আপনার পিসি আপডেট করুন কিংবা যাই হোক না কেন এই ভার্সনটাই ব্যবহার করতে হবে এখান থেকে ডাউনলোড করে । অন্য জায়গা থেকে ফাইল এনে ডাউনলোড করলে সাধারণত কাজ করবে না । তবে উৎসুক মানুষ হিসাবে চেস্টা করে দেখতে পারেন । আপনার সময় নষ্ট হতে পারে এবং যদি হয়ও তাহলে আপনার ফাইল মিসিং দেখাবে । 
  • আপনার ইন্টারনেট সংযোগ বন্ধ করবেন না এটা ইন্সটল করার সময় । চালু থাকবে । 
  • এখান থেকে ক্র্যাক ফাইলগুলো ডাউনলোড করে জিপ করে রাখুন । নয়তো যেকোনো সময় আপনার এন্টি-ভাইরাস একে খেয়ে দিতে পারে । তাই সাবধান । তবে সর্বোচ্চ ব্যবহার পেতে আপনার গুগল ড্রাইভে রেখে দিন । এটা বেশি হেল্পফুল । এটা আমি অনুসরণ করি । 


আশা করি, আইডিএম সফটওয়্যার এবং ক্র্যাক দুটো ফাইলই পেয়ে গেছেন । এবং যেভাবে বললাম সেভাবেই আপনার ফাইলটা ইন্সটল করে নিন এবং আপনার অনলাইনে ফাইল ডাউনলোডকে আরও দ্রুততার সাথে করুন । 

বিঃদ্রঃ বাংলাদেশ থেকে মিডিয়াফায়ার ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে । তাই ভিপিএন ব্যবহার করে "ডাউনলোড" এ ক্লিক করুন । (আপডেট তারিখঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২১) 

যদি আরও বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যারের ক্র্যাকসহ পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন । সেখান থেকে বিভিন্ন পোস্টের আপডেট বলে দেয়া হয় এবং লিঙ্ক প্রদান করা হয় । 

৭টি মন্তব্য:

  1. Good article. কম্পিউটার সফটওয়্যার https://www.tuneround.com/2019/10/blog-post_11.html

    উত্তরমুছুন
  2. The software says exclusively relevant. Each of reduced attributes happen to be formulated with various capture certification. I like the application many. idm crack

    উত্তরমুছুন

Blogger দ্বারা পরিচালিত.