ইউটিউবে ট্যাগ বসানোর একদম সঠিক নিয়ম জেনে নিন এবং ১০০% বেশি বেশি ভিউ পান । How to Tag YouTube Video Properly ?
আপনি সঠিকভাবে ট্যাগ করছেন কি ?
ট্যাগ বসানোর ৪ টা নিয়ম রয়েছে ।
- Specific Tag
- Compound Tag
- Generic Tag
- Miss-leading Tag
এবার আসুন জেনে নেই এই ৪ টা কিভাবে এপ্লাই করবেন ?
- Specific Tag: ধরে নিচ্ছি আমি মুভি মেকার এবং আমার একটা চ্যানেল রয়েছে যেখানে মুভি পাবলিশ করা হয় । আমার মুভির নাম হচ্ছে '' নবাব '' এবং এটা বাংলাদেশ - ভারত যৌথ প্রযোজনার মুভি । এখন এটাকে যদি ইউটিউবে পাবলিশ করতে চাই তাহলে স্পেসিফিক ট্যাগ দিতে হবে । এখানে স্পেসিফিক ট্যাগ হচ্ছে মুভির নাম । যেমনঃ ১. Nabab, ২. Nawab, ৩. নবাব, । এখানে ১ নং লিখে বাংলাদেশিরা বেশি সার্চ করবে । ২ নং লিখে ভারতের বাঙ্গালিরা বেশি সার্চ করবে এবং ৩ নং লিখে সবাই সার্চ করবে যদি বাংলা ফন্ট ব্যবহার করে । এরপর মুভিটা কোন ব্যানারে নির্মিত ? বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া ও ভারতে স্কাই মুভিস । এই দুইটা নাম ট্যাগ হিসাবে দিতে হবে । এরপর মুভির ভেতর কিছু গান রয়েছে । সেই গানের টাইটেলগুলো হবে স্পেসিফিক ট্যাগ । মূল কথা হচ্ছে, স্পেসিফিক ট্যাগ হচ্ছে আমার মুভি কিংবা ভিডিও সম্পর্কিত নির্দিষ্ট ট্যাগ । যা কনটেন্ট ট্যাগে ব্যবহার করতেই হবে যদি আমি প্রচুর ভিউ পেতে চাই ।
- Compound Tag: এটা হচ্ছে আমার মুভি কিংবা ভিডিও সম্পর্কিত একদম ভেতরের কিছু ট্যাগ । যেমনঃ ক্যামেরার সামনে কাজ করেছেন একজন হিরো এবং ছবির পেছনে কাজ করেছেন একজন পরিচালক বা নির্মাতা । এদের সবার নাম থাকবে এখানে । নায়ক, নায়িকা, পরিচালক (এরা যদি জনপ্রিয় হয় তাহলে এদের নাম দেয়া ফরয) এদের নাম ব্যবহার করা । এবং আপনি নিজেও যদি পরিচিতি পেতে চান তাহলে একটা পেইজ করে ফেলুন এবং পেইজ নামানুসারে এখানে ট্যাগ ব্যবহার করুন এবং পেজের প্রচারনা করুন । একসাথে সবকিছুর মার্কেটিং হবে । নোটঃ এখানে সরাসরি আপনার ভিডিও টাইটেল যা থাকবে সেটা বসিয়ে দিবেন । একটা করে শব্দ দিবেন না । আমরা কেউ একটা শব্দ লিখে ইউটিউব কিংবা গুগলে সার্চ করি না । করলেও খুব কম । এছাড়াও থার্ড পার্টি কনটেন্ট যদি হয় তাহলে যার কনটেন্ট নিয়ে কাজ করছেন একটু ঘুরিয়ে তার নাম ব্যবহার করুন ট্যাগে । এতে তিনি জনপ্রিয় ব্যক্তি হয়ে থাকলে আপনার ভিডিও সামনে চলে আসবে ।
- Generic Tag: এটা হচ্ছে আপনার মুভি কিংবা ভিডিওটা কোন ধর্মী ? সেটা ব্যবহার করুন । এটা যদি নবাব মুভির ক্ষেত্রে হয় তাহলে ব্যবহার করতে হবে একশান/থ্রিলার মুভি । আর যদি আপনার নিজের কনটেন্ট হয় এবং সেটা যদি '' টাকা আয় '' সম্পর্কিত হয়ে থাকে তাহলে এটা হবে '' make money, how to earn money, how to make money, online income, etc. '' এসব হচ্ছে ভিডিওটা কোন বিষয়ে নির্মিত সেটা প্রেজেন্ট করবে । এরপর এটা কি আমাকে বিনোদন দিচ্ছে ? তাহলে Entertainment হবে । শিক্ষা দিলে Education . প্রযুক্তি হলে sci-fi or science -technology etc. এরপর এটা কি বাংলা ভিডিও নাকি অন্য ভাষা । বাংলা হলে bangla video / bengali video ।
- Miss-leading Tag: এটা হচ্ছে মিসলিডিং । যেমনঃ আমার নবাব মুভিটা অনেকেই দেখবে কিন্তু ঠিকঠাক বানানে সার্চ করতে পারবে না । কিংবা আমার চ্যানেলটা ঠিক বানানে কিংবা পুরো নামে সার্চ করতে পারছে না কিংবা করে না । কিন্তু যারা এভাবে করছে তারা কি ভিডিও দেখবে না ? অবশ্যই দেখবে এবং আপ্নাকেই তাদের কাছে এটা পৌঁছিয়ে দিতে হবে । কিভাবে দিবেন উদাহরণ দিচ্ছি । মুভি নাম হচ্ছে নবাব । কিন্তু অনেকেই নভাব, নওয়াব, এসব লিখেও সার্চ করবে । সেজন্য এসব ট্যাগ দিতে হবে । কেউ nabab কে nobab/nobav/navab ইত্যাদি লিখবে । এতে সে যা লিখে সার্চ করবে সেটাই যেন পেয়ে যায় সেজন্য আপনাকে গুগলে সার্চ করে দেখতে হবে । আপনি যেসব ভুল বানানের লিস্ট করেছেন সেগুলোর ভেতর সবচেয়ে বেশি ভুল বানানে কোনগুলো সার্চ করা হচ্ছে । সেগুলো মিসলিডিং দিন । এছাড়াও আরেকটা শ্রেণী চ্যানেলের নাম লিখে সার্চ করেন । যেমন অনেকেই Online কে Onlain, onlin, onlaine এসব লিখেও সার্চ করে । সেগুলো কিন্তু আমার মাথায় রয়েছে । এসব কিভাবে পেয়েছি জানেন ? যারা আমাকে ফোন দেয় তারাই দেখি চ্যানেলের নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না । তাই বলে তাদেরকে ভিডিও দেখা থেকে বঞ্চিত করে দিবো ? বরং এদের সংখ্যাটাই অনেক বেশি । Help (হেল্প)কে অনেকেই হ্যাল্প (help) / হ্যাল্প (halp) উচ্চারণ করে । এদের সার্চ ভ্যালুটা বুঝতে পারবেন যখন আপনি এনালাইটিকস চেক করবেন তখন । বুঝতে পারবেন ২৮ দিনে কোন নাম দিয়ে চ্যানেল থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে । এছাড়া গুগলের সার্চ লিস্টেও পেয়ে যাবেন কোন নামে চ্যানেল সার্চ করা হচ্ছে । এসব ভুল বানান হচ্ছে মিসলিডিং ট্যাগ ।
এসব গুলো অপশন থেকে আপনি ২/৩ টা করে বেশি সার্চ হওয়া ট্যাগ গুলো দিলেই যথেষ্ট । এতে করে যদি আপনি ৫০০ বর্ণের ট্যাগ নাও দেন তবুও আপনার জন্য যথেষ্ট হবে । কারণ আপনি সবগুলো টাইপের ট্যাগ ভিডিওতে বসিয়েছেন । এটা কিন্তু খুবই দ্রুত রাংক করবে । এবং অফ পেইজ এসইও তো করতেই হবে । এতে করে সার্চ ইঞ্জিনে আপনার দেয়া ট্যাগ লিখে সার্চ করা হয় তখন দ্রুত আপনার ভিডিওটা ইউটিউব উপরের দিকে তুলে দেয় ।
আরেকটা ট্রিক্স রয়েছে । যা এপ্লাই করলে আপনার চ্যানেলের ভিউ অন্তত ২০-২৫ শতাংশ বৃদ্ধি পাবে । পরে ফ্রি সময়ে আবার লিখবো ।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনGood article. কম্পিউটার সফটওয়্যার https://www.tuneround.com/2019/10/blog-post_11.html
উত্তরমুছুনNice ida
উত্তরমুছুনnice work brother
উত্তরমুছুন