পেওনিয়ার মাস্টারকার্ড ছাড়াই লেনদেন করুন এবং অ্যাকাউন্টে কিভাবে রকেট অ্যাকাউন্ট যুক্ত করবেন ?

অনেকেই হয়ত জানেন না পেওনিয়ার থেকে অর্থ লেনদেন করার জন্য মাস্টারকার্ড না থাকলেও আপনি লেনদেন করতে পারবেন ।


Online Help 360

মাস্টারকার্ড থাকলে আপনি কিছু সুবিধা পেয়ে থাকেন । যেমন, অনলাইনে সহজে কেনাকাটা করা যায়,
নিকস্থ যেকোনো মাস্টারকার্ড সাপোর্ট করে এমন এটিএম বুথ থেকে সহজেই টাকা তুলে নেয়া যায়,
ফেসবুক বুস্ট, এছাড়া অনেক রকম সুবিধাই পাওয়া যায় । তবে আপনি যদি একজন সাধারণ ইউজার হয়ে
থাকেন মানে, আপনি যদি কোন মার্কেটে কাজ করেন এবং আপনার পেমেন্ট পেওনিয়ারে আসে তাহলে
আপনি সহজেই  WITHDRAW OPTION থেকে আপনার পেমেন্ট ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন ।
এটা সর্বোচ্চ ৩-৫ দিনের মত দেরি হয়ে থাকে তাদের অফিসিয়াল নিয়মানুযায়ী । তখন ব্যাংক থেকে আপনি
সহজেই টাকা তুলে নিতে পারেন । এটা হয়ত আপনার কাছে সহজ মনে হতে পারে । তবে অনেকের কাছেই
ব্যাংকে পেমেন্ট যাওয়া, আবার ব্যাংক থেকে তুলে আনা, এসব কষ্টকর মনে হতে পারে, তাই সে সরাসরি
মাস্টারকার্ড ব্যবহার করে থাকে । তবে সঠিক কথা হচ্ছে আপনি চাইলে আপনার ডাচ-বাংলা ব্যাংক এর মোবাইল
ব্যাংকিং সার্ভিস রকেট ব্যবহার করেও আপনার টাকা হাতে পেতে পারেন খুব সহজে । আজকে আপনাদের
দেখাবো কিভাবে আপনার রকেট অ্যাকাউন্ট এখানে যুক্ত করবেন ?  বলে রাখা ভালো, আপনি যখন রকেট
অ্যাকাউন্ট ব্যবহার করেন তখন কিন্তু আপনার নাম্বারের শেষে অতিরিক্ত একটা শূন্য (০) ব্যবহার করতে হয় ।
এটা হয়ত আপনি জানেন । এবার চলুন শুরু করি - 

১. প্রথমেই আপনার পেওনিয়ারে লগিন করে নিতে হবে । এরপর নিচের ছবির মত Settings এ ক্লিক করে
Bank Account ক্লিক করুন । 

২. এরপর নিচের ছবির মত দেখতে পাচ্ছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা রয়েছে । এই ব্যাংক
অ্যাকাউন্ট হচ্ছে সেটা যা আপনি অ্যাকাউন্ট করার সময় এখানে ব্যবহার করেছিলেন । এরপর Add Bank
Account ক্লিক করুন । 




৩. নিচের ছবির মত দেখতে পাচ্ছেন যে, Enter Bank Details. আপনার রকেট অ্যাকাউন্ট যদি পারসোনাল
হয়ে থাকে তাহলে পারসোনাল ক্লিক করবেন এবং যদি এজেন্ট নাম্বার হয়ে থাকে তাহলে বিজনেস ক্লিক করুন ।
এরপর   আপনার ব্যাংক যেহেতু বাংলাদেশী তাই Bank Country : Bangladesh লেখা অপরিবর্তিত থাকবে ।
এরপর দেখতে পাচ্ছেন Bank Account Currency: USD ডলার দেয়া রয়েছে । এটাও অপরিবর্তিত থাকবে ।
কোন পরিবর্তন করা দরকার নেই । এরপর NEXT ক্লিক করুন । 




৪. Enter Account Details এ আপনার bank name ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দিতে হবে । যেহেতু রকেট
হচ্ছে এদের একটা সার্ভিস । Account Name এ আপনার নাম লিখতে হবে । আপনি রকেট অ্যাকাউন্ট তৈরি
করার সময় যে নাম দিয়েছিলেন সেই নামটা লিখবেন । চেষ্টা করবেন আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে
অ্যাকাউন্ট করার জন্য তাহলে নাম বসানো নিয়ে কোন সমস্যা হবে না । এবং অবশ্যই খেয়াল রাখবেন আপনার
নামে কোন ডট, কোলন এসব সিম্বল ব্যবহার করা যাবে না । যেমন, আমরা, মুসলিমরা মোহাম্মদকে MD লিখে
তারপর একটা ডট ব্যবহার করি । এটা এখানে দেয়া যাবে না । কেবল আপনার নাম লিখবেন স্বাভাবিকভাবে ।
Account Number এ আপনার রকেট নাম্বার লিখুন এবং অবশ্যই আপনার নাম্বারের শেষে একটা শূন্য দিতে হবে ।
তবে শূন্য দেয়ার আগে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার সার্ভিসে কথা বলে নিশ্চিত হয়ে নিন যে আদৌ দিতে
হবে কি না । কেননা, রুলস প্রায়ই আপডেট হয় । তাই ঝামেলা এড়ানোর জন্য কথা বলে নিশ্চিত হয়ে নিন ।
DBBL Customer Number - 16216 ।
এরপর নিচের Terms and condition বক্সে ক্লিক করে NEXT ক্লিক করুন । 






৫. নিচের ছবিতে Confirm Payoneer Account Details বক্সে আপনার জন্মতারিখ সঠিকভাবে ব্যবহার করুন ।
পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে জন্ম তারিখ ব্যবহার করেছেন সেটাই দিতে হবে । এরপর নিচের বক্সে
পেওনিয়ার এর পাসওয়ার্ড দিন । এরপর ADD BANK ACCOUNT ক্লিক করুন । 


৬. সবকিছু ঠিকঠাক দেয়া হয়ে গেলে নিচের মত নোটিফিকেশন দেখতে পাবেন । 


পেওনিয়ারের নিয়ম অনুযায়ী আপনাকে ৩ দিন কর্মদিবস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে তবে বেশিরভাগ সময়
কয়েকঘণ্টাতেই আপনার অ্যাকাউন্ট আপ্রভাল ইমেইল চলে আসে । 


মনে রাখবেন পেওনিয়ারে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা এবং রকেট অ্যাকাউন্ট যুক্ত করার একই নিয়ম । এটা নিয়ে
গুটিবাজি করার কারণ নেই । এবং আপনি সর্বোচ্চ ৩ টা অ্যাকাউন্ট এখানে যুক্ত করতে পারবেন । 


এছাড়াও বলে রাখি, যদি আপনি সাধারন ইউজার হয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনি বাইরের যেসব
ক্লায়েন্টের সাথে কাজ করেন তারা যদি আপনাকে পেওনিয়ারে পেমেন্ট করতে চায় তাহলে আপনি কেবল
পেওনিয়ার মেইল ঠিকানা দিলেই ক্লায়েন্ট আপনার ওয়ালেটে পেমেন্ট পাঠিয়ে দিতে পারবে তবে সে যদি
পেওনিয়ার গ্রাহক না হয়ে থাকে তাহলে আপনি Payment Request পাঠিয়ে ডিপোজিট নিতে পারবেন । 


আশা করি, পেওনিয়ার নিয়ে আপনার যত সমস্যা ছিল সেটা দূর হয়ে যাবে এবং এরপরেও যদি কোন সমস্যা হয়
তাহলে নিচের ভিডিও দেখে নিতে পারেন তাহলে আরও কিছু বিস্তারিত জানা হয়ে যাবে । ধন্যবাদ ।





1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.