ফেসবুকে Care React কিভাবে পাবেন?
ফেসবুকে একটি নতুন React এড করা হয়েছে, যার নাম হলো Care React । এখন অনেকের প্রশ্ন হলো এক Care React টি একদল ফেসবুকে পেয়েছে আবার অনেকেই পায় নি কেন? বিষয় টা আমি এখন ক্লিয়ার করছি। যারা এই নতুন Care React টি পেয়েছে তারা ফেসবুকের নতুন এই ফিচারটির Beta টেস্টিং ভার্সনটি পেয়েছেন। সাধারণত Beta ভার্সন গুলো হচ্ছে ফাইনাল ভার্সনের আগের একটা ভার্সন, যার মাধ্যমে কোন ফিচার, অ্যাপ বা সফটওয়্যার টেস্ট করা হয়।
তাই যারা এই Care React টি পেয়ছে তারা ফেসবুকের নতুন এই ফিচারটির এক্সপেরিমেন্টাল ভার্সন পেয়েছেন এবং আপনাদের দিয়েই এটি টেস্ট করা হচ্ছে। তাই অ্যাপ আপডেট দিয়ে কোন লাভ হবে না, এটা আইডির সাথে কানেক্টেড। আর যারা পাবেন তাদের আইডি দিয়ে ফেসবুক অ্যাপ, ফেসবুক লাইট অ্যাপ, যেকোনো ব্রাইউজার সহ সব প্লাটফর্মেই পাবেন।
এই ফিচার টি না পেয়ে হতশায় ঢুবে আছেন তাদের জন্য এক বালতি সমবেদনা। তবে চিন্তার কোন কারন নেই, Beta প্রোগ্রাম শেষ হয়ে গেলে সবাই পেয়ে যাবেন। এবং ইতিমধ্যে ধীরে ধীরে ফেসবুক ফিচারটি নতুন নতুন আইডিতে Roll-out করা শুরু করেছে। তাই আপনার আইডি নেক্সট!
কোন মন্তব্য নেই