"Facebook Remembering" থেকে বাঁচার উপায় ?

এটা মূলত যারা মারা গেছেন তাদের স্মরনে তাদের ফেসবুক আইডি memorialized করার জন্য। কিন্তু ফেসবুকের কিছু Technical Bug এক জন্য এটার অপব্যবহার করছে কিছু লোক। এই বিষয়ে সবার তেমন ধারনা না থাকলেও যারা Facebook Technical Issue নিয়ে Resources করে তাদের কাছে এটা পুরাতন ট্রিক অন্যদের আইডি Memorialized করার।
তবে এই ব্যাপার থেকে আপনার আইডিও নিরাপদ রাখতে হবে। তার জন্য অল্প কিছু Security and Privacy পরিবর্তন করতে হবে।
** মনে রাখবেন, আপনার প্রোফাইল আপনার ফ্রেন্ড লিস্টের কেউ ছাড়া Memorialized করতে পারবে না। অতএব যদি Memorialized হয় তাহলে আপনার ফ্রেন্ড লিস্টেরই কেউ করেছে **
তাহলে জানা যাক কি করবেনঃ
১। আপনার টাইমলাইন বন্ধ রাখুন আপাতত। বন্ধুরা যেন আপনার টাইমলাইনে পোস্ট করতে না পারে।
২। প্রোফাইলে Legacy Contact অ্যাড করতে হবে।
Go to settings > Personal Information > Manage Account > Add A Friend
অব্যশই মনে রাখবেন এখানে আপনার Trusted কাউকে অ্যাড করতে হবে। আপনি মারা গেলেই সেই একমাত্র যে আপনার প্রোফাইল Memorialized করতে পারবে।
৩। পাবলিক কমেন্ট বন্ধ রাখুন।
আপাতত এই তিনটি বিষয় সঠিক করুন তাহলে এই Harassment থেকে আইডি রক্ষা করতে পারবেন।

আপনার কারনেই আপনার আইডির সমস্যা হবে। যারা এই ধরনের কাজ করে তারা মজা হিসাবেই করে, তবে ব্যাপারটা আসলেই মজার না।


POST CREDIT: সাইবার ৭১

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.