ফেসবুকে বুস্ট করার জন্য কাস্টমার কিভাবে সিলেক্ট করবেন ? ফেসবুক বিজ্ঞাপনের জন্য জেনে নিন


যদি ১৮ বছর বয়স থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত কাস্টমার সিলেক্ট করেন তাহলে দেখবেন বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ আছে যারা ফেসবুক ব্যবহার করে । ২০০০ টাকা ফাসবুকে এড এর জন্য ইনভেস্ট করলে আপনার এড দেখতে পাবে ৫১০০ থেকে ১৪,৬০০ মানুষ প্রতিদিন । ৪ দিনে প্রায় ২১ হাজার থেকে ৭০ হাজার মানুষ দেখতে পাবে । এটা ফেসবুক সফটওয়ার এর কথা । আরও বাকি আছে প্রায় ৩ কোটি ৭৯ লাখ ৮০,০০০ মানুষ যারা আপনার এড দেখতে পাবেনা ।



এই ২০০০ টাকা ইনভেস্ট করে যারা আপনার এড দেখতে পাবে (২১ হাজার থেকে ৭০ হাজার মানুষ) এর মধ্যেই আপনার ক্লায়েন্ট খুজে পেতে হবে । এর মধ্যেই সেল হতে হবে । তাই আমাদের চেষ্টা থাকবে শুধুমাত্র সেই সকল মানুষদের সিলেক্ট করা যারা আমাদের প্রোডাক্ট ক্রয় করতে ইচ্ছুক হতে পারে ।
.
এখন যদি ৩০ থেকে ৫০ এর মধ্যে বয়স নির্বাচন করি তাহলে বাংলাদেশে পাওয়া যাবে ১ কোটি মানুষ যারা ফেসবুক ইউস করে । যদি ৩০ থেকে ৫০ এর মধ্যে বয়স নির্বাচন করি শুধু ঢাকা ও চিটাগং এ তাহলে পাওয়া যাবে ৫৭ লক্ষ মানুষ । এর মধ্যেই মাত্র মিনিমান ২০ হাজার থেকে ৪৮ হাজার মানুষ আপনার এড দেখতে পাবে । চিটাগং বাদ দিয়ে দিলে অডিয়েন্স আরও কমে আসবে । অডিয়েন্স সাইজ যত ছোট করা যায় ততই ভাল । এতে করে হয়ত মেসেজ / লিড কম আসতে পারে কিন্তু যেগুলো আসবে তার মধ্যেই আপনার ক্লায়েন্ট লুকিয়ে আছে ।
.
যত বেশী মানুষ আপনার এড দেখবে তত বেশী টাকা লাগবে । কত বেশী মানুষ এড দেখল তার উপর ফেসবুক টাকা নিয়ে থাকে – এটাকে বলা হয় রিচ । একটা এড একজন মানুষ একাধিক বার দেখতে পারে এটা কে বলা হয় ইম্প্রেশন ।
.
কেস স্টাডিঃ একটা ফার্নিচার কোম্পানির এড এর জন্য বয়স নির্ধারণ
আমরা যে টাকা ইনভেস্ট করব - বাংলাদেশের ৩ কোটি ৮০ লক্ষ মানুষের মধ্যে শুধু মাত্র অল্প কিছু মানুষ আমার এড দেখতে পাবে । তাই আমাদের লক্ষ থাকবে সেই মানুষ গুলোকে আমার এড দেখানো যাদের আমার প্রোডাক্ট কেনার সামর্থ্য আছে ।
.
ফার্নিচার এর ক্লায়েন্ট কারা ?
যাদের টাকা আছে, যাদের সংসার আছে, যারা নতুন বিয়ে করেছে, যারা তাদের ছেলে মেয়েদের ফার্নিচার গিফট করতে চায় তারাই ক্লায়েন্ট । এক্ষেত্রে আমি বলব ২ টা এড করা প্রয়োজন । একটা ছেলেদের এবং আরেকটা মেয়েদের জন্য ।
ছেলেদের বয়স ৩৬ থেকে ৪৪ হতে পারে (৪৮+ বয়সের উপরে যেতে ইচ্ছুক না কারণ অযথা ইম্প্রেশন এর কারনে খরছ বাড়বে । এদের অনেকেই ভাল করে ফেসবুক ইউস করতে পারেনা) । মেয়েদের বয়স ২৫/২৬/২৭/২৮ থেকে ৫০ হতে পারে ।
.
এখন যদি আমি ১৮-২৫/২৬ বছর বয়সি মানুষদের আমাদের এড দেখাই তাহলে কোন লাভ নাই । তাদের টাকা নাই, এরা প্রোডাক্ট কিনতে পারবেনা । এদেরকে এড দেখিয়ে আমি শুধু শুধু টাকা নষ্ট করব কেন ?
.
যদি ১৮ থেকে ৬৫ বছর বয়স সিলেক্ট করি রেসপন্স আসবে ভাল কিন্তু সেল হবে কম । যদি ২৮ – ৪৮ বছর অথবা ৩০-৫০ বছর বয়স সিলেক্ট করি তাহলে রেসপন্স আসবে কম কিন্তু যারা রেসপন্স করবে তাদের ফার্নিচার কেনার সামর্থ্য আছে ।
.
তাই এড দেয়ার সময় সঠিকভাবে বয়স নির্বাচন অনেক বেশী গুরুত্বপূর্ণ । সবাইকে যদি একসাথে সিলেক্ট করে দেন তাহলে লাভ এর চেয়ে ক্ষতি ই বেশী হবে । এড এর জন্য টাকা যাবে কিন্তু সেল হবেনা ।
.
আপনি চাইলে পরিক্ষা করে দেখতে পারেন । ২০-২৫ বয়স এ কেমন রেসপন্স, ২৬-৩০/৩১-৩৫/৩৬-৪০/৪১-৪৫ এভাবে আলদা আলদা বয়স নির্বাচন করে দেখুন । যে বয়সের লোকজন বেশী ক্রয় করবে সেই বয়সের লোকজনদের পেছনে আরও ইনভেস্ট করুন । তাহলে সেল বাড়বে + বিজনেস বড় হবে ।

লিখেছেনঃ আরিফুল আলম 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.