ফাইভ স্টার হোটেলের রেসিপিতে চিকেন স্যান্ডউইচ রেসিপি।

স্যান্ডউইচ ছোট বড় সবারই কম বেশি পছন্দের একটি নাস্তা । খুব কম সময়ে তৈরি করে নেয়া যায় । আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চিকেন স্যান্ডউইচ । আসা করি রেসিপি টি সবার উপকারে আসবে ।



চিকেন স্যান্ডউইচ

উপকরণ:
  • - মুরগীর মাংস সিদ্ধ ২ কাপ

  • মাখন ৫ গ্রাম

  • মেয়নেজ কোয়ার্টার কাপ

  • পাউরুটি স্লাইস ৬ টি

  • সাদা গোল মরিচ গুড়া ১ চা চামচ

  • - লবণ ও চিনি স্বাদমতো
প্রণালী

  • সিদ্ধ করা মুরগীর মাংস হাড় ছাড়িয়ে কেটে নিতে হবে।

  • এরপর মাংসে মেয়নেজ, সাদা গোলমরিচ গুড়া, লবণ ও চিনি একত্রে মিশিয়ে নিতে হবে।

  • এবার পাউরুটির স্লাইসে মাখন মাখিয়ে তার উপর মুরগীর মাংস দিতে হবে।

  • দুই স্লাইস রুটি একত্রে করে জোড়া দিয়ে চারপাশ কাটতে হবে।

  • এবার কোণাকোণি কেটে ত্রিভুজাকৃতির স্যান্ডউইচ তৈরি করতে হবে। সবগুলি হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এবার প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।



photo : google

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.