বিয়েবাড়ির শাহি জর্দা পোলাও রেসিপি

জর্দা
pic : google


উপকরণ :

১. পোলাও চাল ১কাপ,

২. ঘি ১/২ কাপ,

৩. চিনি ১.৫ কাপ,( সিরা করে নেয়া )

৪. লবঙ্গ ৫-৬টি,

৫. দারচিনি ১ টুকরা
ইচ্ছে ,তেজপাতা ১ টি

৬. এলাচ ৪-৫টি,

৭. আনারসের মোরব্বা / চাল কুমড়ার মোরব্বা – প্রয়োজনমতো,

৮. জর্দার রঙ ১/৪ চা চামচ,

৯. মাওয়া সামান্য।

১০ বাদাম কুঁচি

১১ কমলার খোসা কুচি

১২ মিষ্টি

প্রণালি :

• বেশি করে পানি পাতিলে দিয়ে চুলায় বসান।পানি ফুটে উঠলে ধোয়া চাল দিয়ে দিন। চালে ফুট ধরলেই রঙ দিন। চাল সিদ্ধ হতেই ঝাঝরিতে ঢালুন। খেয়াল রাখবেন যাতে বেশি নরম না হয়ে যায়। আবার বেশি শক্তও যেন না থাকে।


• এবার অন্য পাতিলে ঘি দিন। দারচিনি, এলাচ, লবঙ্গ দিন। একটু পরই চিনির সিরা দিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ রাখুন। কিছুক্ষন হয়ে গেলেই রংগীন ভাতে, মোরব্বা দিন। একটু নেড়েই চুলের আঁচ একেবারে কমিয়ে ঢেকে রাখুন। আধ ঘণ্টা পরে একবার নেড়ে সব মিশিয়ে দিন।



• আবার আধ ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ডিশে ঢেলে নিন। কাঁটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিন। আরও সুন্দর করে ছোট ছোট গোলাপজাম বানিয়ে উপরে দিতে পারেন। পেস্তা বাদাম দিতে পারেন। সবশেষে উপরে মাওয়া ছিটিয়ে দিন।





pic: google




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.