ফিশ কাটলেট রেসিপি
ফিশ কাটলেট
pic: google |
প্রয়োজনীয় উপকরণ ঃ
• পেঁয়াজ কুচি ১.৫ কাপ
• পাউরুটি ৩ পিস
• ধনিয়া গুঁড়া ১ চা চামচ
• হলুদ গুড়া সামান্য
• ব্লাক পেপার সামান্য
• লেবুর রস হাফ চা চামুচ
• মরিচ গুড়া হাফ চা চামুচ
• তেল আধা কাপ
• রুই মাছ ৪ টুকরা মাঝারি সাইজের
• আলু মাঝারি সাইজের ১টি
• গরম মশলা গুঁড়া ১ চা চামচ
• ধনেপাতা কুচি ২টেবিল চামুচ
• কাঁচামরিচ ফাইন চপ স্বাদ অনুযায়ী
• পরিমাণ অনুযায়ী লবন
• ব্রেডক্রাম আধা কাপ / পরিমাণ মত
• ডিম পরিমাণ মত
ফিশ কাটলেট প্রস্তুত প্রণালীঃ
- শুরুতেই মাছের টুকরোগুলোকে অল্প লবণ দিয়ে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিতে হবে।
- তারপর আলু সিদ্ধ, মাছ, গরম মশলা, ধনেপাতা কুচি ,কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
- এইবার হাতে একটু তেল মাখিয়ে কাটলেটের শেইপ তৈরি করে নিতে হবে।
- তারপর একটি পাত্রে ডিম ভেঙ্গে নিব তারপর শেইপ করা কাটলেট গুলো ডিমে চুবিয়ে নিতে হবে।
- এবার বেডক্রামে গড়িয়ে নিতে হবে।
- তারপর প্যানে তেল গরম করে নিতে হবে।
- এইবার শেইপ করা কাটলেটগুলো তেলে সোনালি রঙ করে ভেজে উঠাতে হবে ।
- এবার ফিশ কাটলেট পরিবেশন করার জন্য প্রস্তুত ট্মেটু সস অথবা চিলি সস এর সাথে ।
কোন মন্তব্য নেই