স্প্রিং রোল রেসিপি
স্প্রিং রোল
উপকরন ঃ
খামির তৈরিঃ
- ময়দা ২কাপ
- তেল লেয়ার ও ভাজার জন্য।
- লবণ পরিমাণ মত
- পানি পরিমাণ মত ।
পুর তৈরি ঃ
- মাংসের কিমা সেদ্ধ ১ কাপ
- পেঁয়াজ মিহি কুঁচি ১/২ কাপ
- বরবটি কুঁচি
- বাঁধাকপি কুঁচি ২ কাপ
- গাজর কুঁচি ১ কাপ
- রসুন চপ
- কাঁচামরিচ কুঁচি ৫টি
- গোল মরিচের গুড়া ১ চা চামচ
- সয়া সস ১ টেবিল চামচ
- অয়েস্টার সস
- তেল ২ টেবিল চামচ
- পেঁয়াজের কলি ১/২ কাপ কুঁচি।
রোল শিট তৈরির প্রণালি:
- ময়দা এর সাথে লবণ ও ২ টেবিল চামচ তেল দুহাত দিয়ে ভালো করে মাখাতে হবে।
- এখন প্রথমে ১/২ কাপ পানি দিয়ে ও পরে অল্প অল্প করে পানি দিয়ে নরম খামির বানাতে হবে।
- ৩০ মিনিট খামির ঢেকে রেখে দিন।
- খামির টি ১২ ভাগ করে নিন।
- এখন ৪ ভাগ নিয়ে ৪ টি সমান আকারের রুটি হবে।
- একটি রুটির উপর ১ চা চামচ তেল মাখিয়ে নিন ও তার উপর প্রায় ২ টেবিল চামচের মতো ময়দা ছিটিয়ে দিন।
- এই রুটির তেল ময়দার উপর আরেকটি রুটি দিন। তার উপর আবার তেল ময়দা দিয়ে আর একটি রুটি দিন।
- এখন শেষ রুটি দিয়ে ঢেকে ৪ লেয়ারের রুটিকে আস্তে আস্তে বেলে বড় করুন।
- বড় রুটিটি তাওয়াতে দিয়ে ৩০ সেকেন্ড রেখে উল্টিয়ে দিন।
- আবার ৩০ সেকেন্ড রেখে নামিয়ে নিন।
- এখন সাবধানে ৪টি রুটি খুলে নিন এবং বাকি রুটি গুলোও করে নিন।
- রোলের শিটের আকারে কেটে এয়ারটাইট বক্সে ডিপে সংরক্ষণ করুন।
পুর তৈরি প্রক্রিয়া:
- কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ কুঁচি দিয়ে সব সবজি দিয়ে ২ মিনিট ভেজে নিন।
- এতে একে একে সব সস, ও স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পেঁয়াজের কলি মিশিয়ে নিন এবং চুলা বন্ধ করুন।
- একটি বাটিতে ২ টেবিল চামচ ময়দা ও পানি মিশিয়ে কিছুটা পাতলা পেস্ট বানিয়ে রাখুন।
- এরপর প্রতিটি শিটের একপাশে পুর দিয়ে ১ বার রোল করে নিন।
- এখন রুটির দুইপাশ একটু ফোল্ড করে রুটির শেষ পর্যন্ত রোল করে নিন।
- ময়দা তরল মিশ্রণ রুটির রোলের সামনে দিয়ে আটকিয়ে নিন। তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।
Casino City - MapyRO
উত্তরমুছুনThe main 원주 출장안마 building on the south end 동해 출장샵 of Highway 4 태백 출장안마 has been the hotel. There are 대구광역 출장마사지 now four rooms. The casino's tower features 3,034 slot machines 여수 출장샵 and a