আপনার কম্পিউটার বা ল্যাপটপের বয়স কিভাবে বের করবেন ? শিখে নিন
Google Image |
ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপের বয়স কতদিন হয়েছে এটা প্রায় দরকার হতে পারে । অনেকে আন্দাজে বলে দেয় আমার পিসির বয়স এতদিন বা এত বছর হয়েছে । সবচেয়ে বড় সমস্যা হয় যদি আপনি সেকেন্ড হ্যান্ড পিসি কিনতে যান তখন এই সমস্যা আপনি ফেইস করবেন । সেজন্য দারুন একটা উপায় রয়েছে পিসি / ল্যাপটপের বয়স বের করার জন্য ।
প্রথমেই কি-বোর্ড থেকে Windows Button + R প্রেস করুন । CMD অপশন চলে আসবে ।
এখন, Smart> লেখার পাশে SYSTEMINFO লিখে এন্টার চাপুন এবং কিছু সময় অপেক্ষা করুন ।
BIOS Version এর পাশে তারিখে দেখতে পাচ্ছেন । এভাবেই পেয়ে যাবেন আপনার পিসি বা ল্যাপটপের বয়স ।
পোস্টটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন । ধন্যবাদ ।
কোন মন্তব্য নেই