কিভাবে একটা ক্রিপটোকয়েন এনালাইসিস করতে হয় ? Crypto Coin Analysis

 ক্রিপটোকারেন্সি এনালাইসিস মূলত দুটি প্রধান পদ্ধতির মাধ্যমে হয়ঃ টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস । প্রতিটি পদ্ধতির নিজস্ব কৌশল ও টুল রয়েছে । 

Image: google


টেকনিক্যাল এনালাইসিস  (Technical Analysis)

এটা মূলত মার্কেটের ইতিহাস ও প্রাইস মুভমেন্টের উপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রাইস ট্রেন্ডের পূর্বাভাস দেয় । কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি ও টুলসঃ 

1. চার্ট প্যাটার্ন (Chart Patterns): হেড অ্যান্ড শোলডার, ত্রায়াঙ্গেল, কাপ অ্যান্ড হ্যান্ডেল ইত্যাদি । 

2. ট্রেন্ড লাইন (Trend Lines): আপট্রেন্ড, ডাউনট্রেন্ড, ও সাইডওয়ে মার্কেট শনাক্ত করতে সাহায্য করে । 

3. মুভিং এভারেজ (Moving Averages):  প্রাইসের গড় গতি শনাক্ত করে । 

4. আরএসআই (Relative Strength Index, RSI): মার্কেটের অতিরিক্ত বেচা বা অতিরিক্ত ক্রয়ের অবস্থান নির্ধারণে সহায়ক । 

5.  ফিবোনাচি রিট্রেসমেন্ট (Fibonacci Retracement): সম্ভাব্য সাপোর্ট ও রেজিস্ত্যান্স লেভেল শনাক্ত করতে সাহায্য করে । 


ফান্ডামেন্টাল এনালাইসিস (Fundamental Analysis)

এটা মুলত একটা ক্রিপটোকারেন্সির প্রকৃত মুল্য নির্ধারণের চেষ্টা করে । এটা সাধারণত বিভিন্ন মৌলিক তথ্যের উপর নির্ভর করে, যেমনঃ 

1. প্রজেক্টের টিমঃ প্রজেক্টের পেছনে কারা কাজ করছে তা বোঝা গুরুত্বপূর্ণ । 

2. প্রজেক্টের উদ্দেশ্য ও লক্ষ্যঃ প্রজেক্টটি কি সমস্যার সমাধান করছে বা করার চেষ্টা করছে ? 

3. মার্কেট ক্যাপিটালাইজেশনঃ প্রজেক্টের মোট মুল্যায়ন । 

4. টোকেনোমিক্সঃ কয়েনের সরবরাহ ও চাহিদার গঠন । 

5. পার্টনারশিপ ও এডপশনঃ প্রজেক্টের অংশিদারিত্ব ও গ্রহণযোগ্যতা কেমন । 


যৌথ এনালাইসিস (Combined Analysis)

অনেক সময় উভয় পদ্ধতি একত্রিত করে বিশ্লেষণ করা হয়, যেটা ইনভেস্টমেন্ট সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বেশি ভুমিকা রাখে । 


গুরুত্বপূর্ণ টুলস 

1. ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ ঃ Binance, Coinbase, Kraken ইত্যাদি ।, 

2. চার্টিং প্লাটফর্মঃ Trading View, Coinigy.  

3. নিউজ ও সোশ্যাল মিডিয়াঃ CoinDesk, Coin Telegraph, Reddit, Twitter . 


সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা দরকার । সব সময় মনে রাখতে হবে, ক্রিপটোকারেন্সি মার্কেট সর্বদাই ঝুঁকিপূর্ণ । তাই সঠিক এনালাইসিস এবং জ্ঞান দিয়ে যাচাই-বাছাই করতে হবে । 

ধন্যবাদ । 

No comments

Powered by Blogger.